আগরতলা: বি এড পড়ুয়াদের স্কলারশিপসহ তিন দফা দাবিতে বাম উপজাতি ছাত্র সংগঠনের স্মারকলিপি উপজাতি কল্যাণ দপ্তরে। মঙ্গলবার সংগঠনের এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয়।তাদের দাবির মধ্যে রয়েছে বিগত বছর দেরিতে স্কলারশিপ পাওয়ার ফলে যে সকল ছাত্র-ছাত্রী এই বছর বৃত্তির জন্য আবেদন করতে পারে নি, তারা যেন আবেদন করতে পারে তার ব্যবস্থা করা, সমগ্র রাজ্যের সকল এসটি হোস্টেলে সুপারিনটেনডেন্ট ও নাইট গার্ড নিয়োগ এবং বোর্ডিং হাউসে থাকা ছাত্র ছাত্রীদের ভাতা 80 টাকা থেকে বৃদ্ধি করে ১৫০ টাকা করার দাবিতে এইদিন ডেপুটেশান প্রদান করে টিএসইউ।

টিএসইউ-র এক প্রতিনিধি দল এইদিন জনজাতি কল্যাণ দপ্তরে গিয়ে ডেপুটেশান প্রদান করে। সাংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জিৎ দেববর্মা জানান রাজ্যে তিপ্রাসা দরদী ও জনজাতি দরদী দুইটা দল সরকার পরিচালনা করছে। অথচ রাজ্যের জনজাতি অংশের ছাত্র ছাত্রী প্রতিদিন বিভিন্ন সমস্যার শিকার হচ্ছে। এর মধ্যে স্কলারশিপের সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যা সমাধান হচ্ছে না।

একাধিকবার ডেপুটেশন প্রদান করা হয়েছে। কিন্তু স্কলারশিপের সমস্যা সমাধান হচ্ছে না। এর দ্বারাই বোঝা যায় কতটা জনদরদী এই সরকার। বহু ছাত্র ছাত্রী সময় মতো অর্থাৎ নভেম্বর মাসের মধ্যে ফর্ম পূরণ করতে পারে নি। পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ ওবিসি এবং এসসিদের পোর্টাল এখনো খোলা রয়েছে। প্রশ্ন হল কেন্দ্রেও ভারতীয় জনতা পার্টির সরকার এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পরে কেন দুই অংশের মানুষের জন্য দুই নিয়ম।

যার কারণে এখন বহু জনজাতি ছাত্র-ছাত্রী স্কলারশিপের জন্য ফর্ম পূরণ করতে পারেনি। সমস্যা গুলি সুরাহার দাবি সংগঠনের তরফে জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *