আগরতলা।।রাজ্যের মানুষের মাথা পিছু আয় বেড়েছে। কোন প্রকার বাড়তি কর আরোপ ছাড়াই বেড়েছে রাজস্ব। তারজন্যই রাজ্যের বাজেট বেড়েছে। নগর ও পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের আয়োজিত সেমিনারে এমনটাই বললেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

বুধবার আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত সেমীনারে অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং বিভিন্ন পর্যায়ের জনপ্রিনিধিগন। এদিনের অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েত গুলির সফলতা, রাজস্ব আদায় এবং সিক্স ফিন্যাস কমিশন নিয়ে আলোচনা হয়। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতগুলি কি কি কাজ করবে, কোথায় কাজ করলে আগামী পাঁচ বছর সফলতা আসবে সেই বিষয় গুলি তুলে ধরা হয়। সেগুলি রাজ্য ফিন্যাস কমিশন সরকারের কাছে সেই রিপোর্ট জমা দেবে বলে এক প্রতিক্রিয়ায় জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

সেই সঙ্গে তিনি আরো বলেন রাজ্যের মানুষের মাথা পিছু আয় বেড়েছে। কোন প্রকার বাড়তি কর আরোপ ছাড়াই বেড়েছে রাজস্ব। তারজন্যই রাজ্যের বাজেট বেড়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *