আগরতলা।।নির্দিষ্ট সময়ের মধ্যেই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ২০২৫ এর বছর বাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে । মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় বসেছে ২৭৭২ জন। পাশ করেছে ১৭৫৭ জন।

এদিকে উচ্চ মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় বসেছে ২৭১০ জন। পাশ করেছে ১৯১৯ জন। তাতে করে মাধ্যমিকে মোট পাশের হার বেড়ে দাঁড়ালো ৯২.৫১ শতাংশ। উচ্চ মাধ্যমিকে মোট পাশের হার বেড়ে দাঁড়ালো ৮৮.২৪ শতাংশ। উল্লেখ্য ২ টি বিষয়ে কেও ফেল করলে বছর বাঁচাও পরীক্ষায় বসতে পারে। বৃহস্পতিবার মধ্য শিক্ষা পর্ষদে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী। ছিলেন পর্ষদ সচিবও। এদিন বছর বাঁচাও এর ফলাফল প্রকাশের মধ্যে দিয়ে এই বছরের পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের পক্রিয়া সম্পন্ন হলো। প্রসঙ্গত ২৪ ফেব্রুয়ারী এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেছিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ।

আগের তুলনায় পর্ষদ অনেকটা আগেই এখন ফলাফল প্রকাশ করছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বছর বাঁচাও এর ফলাফলও প্রকাশ করা হলো। তাই শিক্ষার্থীদের কলেজে ভর্তির ক্ষেত্রেও সমস্যা হওয়ার কথা নয় ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *