আগরতলা।।প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধির রঞ্জন মজুমদারের ৮৬ তম জন্মজয়ন্তী পালন করলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।

রবিবার আগরতলায় কংগ্রেস ভবনে এই উপলক্ষে এক অনুষ্ঠান হয় । তাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা,মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ দলের অন্যান্ন কর্মকর্তারা। উপস্থিত সবাই সুধির রঞ্জন মজুমদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, সুধির রঞ্জন মজুমদার ছিলেন সহজ সরল মানুষ ও একজন সু প্রশাসক। সমাজ সেবা থেকে প্রশাসনিক কাজ সব কিছুতে নিজের দক্ষতার প্রমান দিয়েছেন।

তাই আজও তিনি রাজ্যবাসীর কাছে শ্রদ্ধেয়। তাঁর দেখানো পথেই দল এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *