আগরতলা:শনিবার বিজেপির রামনগর মন্ডল কার্যালয়ে রামনগরের জননেতা প্রয়াত সুরজিৎ দত্তকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার, মন্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব।

প্রয়াত সুরজিৎ দত্তের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।এদিন রামনগর মন্ডলের উদ্যোগে সমস্ত বুথে ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।বিধায়ক দীপক মজুমদার জানান,ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়াণে রাজ্য সরকার তিন দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টি দলীয় সমস্ত কর্মসূচি স্থগিত করেছে।তার জন্য আজকের স্মরণসভা অনুষ্ঠিত হয়নি।আগামী ২৯ ডিসেম্বর বিকাল পাস টায় বর্ডার গোল চক্করে প্রয়াত সুরজিৎ দত্তের স্মরণসভা অনুষ্ঠিত হবে।এই স্মরণ সভায় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী বিধায়ক দলীয় কার্যকর্তা এবং সুরজিত দত্তের গুণ মুগ্ধরা উপস্থিত থাকবেন বলে জানালেন তিনি।

অন্যদিকে এত সুরজিৎ দত্তের পরিবারের তরফে তাকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয়।রামনগরের প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত গত দুই বছর আগে ২৭ ডিসেম্বর পরলোক গমন করেছিলেন। রামনগরের বিধায়ক প্রয়াত সুরজিৎ দত্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার পরিবারের পক্ষ থেকে কল্যাণ আশ্রমের ৩০ জন দু:স্ত শিশুদের পড়াশোনার জন্য খাতা, কলম, ঠান্ডা জন্য কম্বল মিষ্টি এবং বিভিন্ন খাবার সামগ্রী বিতরণ করেন পুর নিগমের কর্পোরেটর তথা সুরজিৎ দত্তের ভাতিজা অভিষেক দত্ত।

এদিন সকালে প্রথমেই প্রয়াত সুরজিৎ দত্তের প্রতিকৃতিতে মাল্যদান করে পরিবারের সকল সদস্য এবং সুরজিৎ দত্তের গুণ গ্রাহীরা শ্রদ্ধা নিবেদন করেন।তিনি বলেন, প্রয়াত সুরজিৎ দত্তের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আরো কিছু কর্মসূচি ছিল। কিন্তু ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে সরকারের পক্ষ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

তাই ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মসূচি এবং প্রয়াত সুরজিৎ দত্তের মৃত্যুবার্ষিকীতে অন্যান্য কর্মসূচি স্থগিত ঘোষণা করেন তিনি।পরবর্তী সময়ে এই কর্মসূচি গুলি বাস্তবায়ন করা হবে।

সুরজিৎ দত্তের প্রয়াণ দিবসে প্রতিবছরই পরিবারের পক্ষ থেকে গরিব মানুষের সাহায্যার্থে এবং অন্যান্য বিভিন্ন কর্মসূচি পালন করে থাকেন। এবছরও অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মৃত্যুতে সংক্ষিপ্ত আকারে এদিনের এই অনুষ্ঠানটি সংঘটিত করেছেন পরিবারের তরফ থেকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *