আগরতলা: প্রয়াত প্রাক্তন বিধায়ক দিলিপ সরকারের ষষ্ঠ প্রয়াণ দিবসে সামাজিক কর্মসূচী। মঙ্গলবার রক্তদান শিবিরের পাশাপাশি করা হয় দরিদ্র নারায়ণ সেবা।
বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক প্রয়াত দিলীপ সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয় মঙ্গলবার। এইদিন চারিপাড়াস্থিত প্রয়াত দিলীপ সরকারের বাসভবনে এই দিনটি পালন করা হয়। সেখানে আয়োজন করা হয় এক রক্তদান শিবির ও দরিদ্র নারায়ণ সেবা। উপস্থিত ছিলেন বাধারঘাট এলাকার বিধায়িকা মিনারানী সরকার, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অলক রায়, কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে বিধায়িকা মিনারানি সরকার জানান প্রয়াত দিলিপ সরকারের সাথে সকলের সুসম্পর্ক ছিল।
ষষ্ঠ মৃত্যু বার্ষিকীতে যারা এসেছে তারা প্রয়াত দিলিপ সরকারকে মনে রেখে এসেছে। প্রতিবছর বিভিন্ন কর্মসূচী নেওয়া হয় প্রয়াত প্রাক্তন বিধায়কের প্রয়াণ দিবসে।