আগরতলা।।দৈনিক সংবাদের বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিকের শেষকৃত্য সম্পন্ন হল সোমবার। রবিবার বিকালে দিল্লীর এইমস্ এ প্রয়াত হন দৈনিক সংবাদের বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক।

সোমবার বিকেল তিনটার পর প্রয়াত দত্ত ভৌমিকের মরদেহ কফিনবন্দি হয়ে পৌঁছায় রাজ্যে। বিমানবন্দরে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল সহ দৈনিক সংবাদের সমস্ত স্তরের কর্মী, পরিবার পরিজনরা। এরপর প্রয়াত দত্ত ভৌমিকের নশ্বর দেহ আনা হয় দৈনিক সংবাদের নতুন নগরস্থিত কার্যালয়ে। এখানেই তার কর্মস্থল ছিল। দৈনিক সংবাদের নতুন নগরস্থিত অফিসে প্রয়াত বার্তা সম্পাদকের মরদেহে শ্রদ্ধা জানান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সহ ট্রাস্ট চেয়ারম্যান সঞ্জয় পাল, দৈনিক সংবাদের এগজিকিউটিভ এডিটর পারমিতা লিভিংস্টোন, ট্রাস্ট সদস্য ডা. পার্থ প্রতিম সাহা, পঙ্কজ বিহারী সাহা, ট্রাস্ট সদস্য বিরাট দত্ত ভৌমিক সহ দৈনিক সংবাদের সাংবাদিক, মহকুমা প্রতিনিধি সহ অন্যান্য সংবাদ কর্মীরা।

এরপর প্রয়াত বার্তা সম্পাদকের মরদেহ নিয়ে যাওয়া হয় তার ইন্দ্রনগরস্থিত নিজস্ব বাসভবনে। এখানে প্রয়াত দত্ত ভৌমিককে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, কংগ্রেস সভাপতি আশিস সাহা সহ আরও অনেকে। এরপর মরদেহ নিয়ে প্রয়াতের শেষযাত্রা এসে থামে ইন্দ্রনগর যুব সংস্থা ক্লাবে। এখানে প্রয়াত দত্ত ভৌমিককে শেষ শ্রদ্ধা জানান, ক্লাবের কর্মকর্তা, সদস্যরা। এরপর দৈনিক সংবাদের প্রয়াত বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিকের মরদেহ নিয়ে যাওয়া হয় আগরতলা প্রেস ক্লাবে। প্রেস ক্লাবে দৈনিক সংবাদের বার্তা সম্পাদক প্রয়াত দত্ত ভৌমিককে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের পর্যটন, খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনে লি. এর চেয়ারম্যান জওহর সাহা, পদ্মশ্রী ড. অরুনোদয় সাহা, প্রবীন সাংবাদিক বিমান ধর, শেখর দত্ত, প্রেস ক্লাব সভাপতি প্রনব সরকার। সম্পাদক রমাকান্ত দে, প্রাক্তন বিচারপতি এসসি দাস সহ বিভিন্ন মিডিয়া হাউসের সাংবাদিক প্রতিনিধি সহ বুদ্ধিজীবীরা।

এরপর প্রয়াত বার্তা সম্পাদকের মরদেহ নিয়ে যাওয়া হয় জগন্নাথ বাড়ি রোডস্থিত সংবাদ ভবনে। এখানে প্রয়াত বার্তা সম্পাদককে শেষ শ্রদ্ধা জানান, ভূপেন দত্ত ভৌমিক ট্রাস্ট সদস্য সুব্রত পাল, আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ, দৈনিক সংবাদের জেনারেল ম্যানেজার মিহির গুপ্ত সহ দৈনিক সংবাদের সাংবাদিক সহ ইমপ্রিন্টের সকল স্তরের কর্মীরা। সন্ধ্যার পর বটতলা মহাশ্মশানে প্রয়াত দত্ত ভৌমিকের শেষ কৃত্য সম্পন্ন হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *