আগরতলা : আগরতলার ঐতিহ্যবাহী প্রভু বাড়ি পুকুর সংস্কারের কাজ আগামী জানুয়ারি মাস থেকে পুরোদমে শুরু হবে বলে জানালেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

বৃহস্পতিবার পুকুর এলাকা পরিদর্শনে এসে তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের আগে বর্তমানে জবরদখল মুক্ত করার কাজ অগ্রাধিকারের ভিত্তিতে চালানো হচ্ছে। মেয়র বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই পুকুরটি কেবল জলাশয় নয়, শহরের পরিবেশ ও জলনিকাশ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। অবৈধ দখলের কারণে পুকুরের স্বাভাবিক জলধারণ ক্ষমতা ব্যাহত হয়েছে, যার প্রভাব বর্ষাকালে জলজটের আকারে শহরবাসীকে ভোগাতে হয়েছে। তাই সংস্কার কাজের আগে দখলমুক্ত করা জরুরি হয়ে উঠেছে।

পরিদর্শনকালে তিনি আরও জানান, সংস্কার শেষে পুকুরের সৌন্দর্যায়নের পাশাপাশি জল সংরক্ষণ ও পরিবেশ রক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ছাড়া এই ধরনের প্রকল্প সফল করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে, জবরদখল উচ্ছেদকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেলেও পুর নিগম সূত্রে জানানো হয়েছে, আইন মেনেই এবং মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে। শহরের পরিবেশ উন্নয়ন ও জলব্যবস্থাপনায় প্রভু বাড়ি পুকুর সংস্কার কতটা বাস্তব ফল দেবে, এখন সেদিকেই তাকিয়ে আগরতলাবাসী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *