আগরতলা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বে দিল্লির ভোটে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। প্রত্যাশিত এই ফলাফলের জন্য দিল্লির জনতাকে ধন্যবাদ জানাই।
শনিবার আগরতলায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, দিল্লি ভোটের ফলাফল প্রত্যাশিত ছিল। দেশের মানুষ জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বে দেশ কিভাবে এগিয়ে চলছে। তিনি যেভাবে মানুষের জন্য কাজ করছেন, যেভাবে গরীব মানুষের কল্যাণে চিন্তাভাবনা করছেন এবং প্রত্যেক ব্যক্তির জন্য চিন্তাভাবনা করছেন – সেটারই প্রতিফলন দিল্লির ভোটের ফলাফল। আর এটাই হওয়ার ছিল। এতদিন দিল্লির আপ সরকারকে প্রত্যক্ষ করেছে মানুষ। কতটুকু দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছিল তারা।
মুখ্যমন্ত্রী বলেন, এখন অনেকদিন বাদেই দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার পুন:প্রতিষ্ঠিত হতে চলেছে। এজন্য আমি সেখানকার মানুষকে ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তাঁর কারণেই এই জয় সম্ভব হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ২৭ বছর বাদে দেশের রাজধানী দিল্লিতে ক্ষমতায় প্রত্যাবর্তন করছে ভারতীয় জনতা পার্টি। ১৯৯৮ সালে শেষ বারের মতো দিল্লির মসনদে আসীন ছিল বিজেপি। শেষ মুখ্যমন্ত্রী হিসেবে ছিলেন সুষমা স্বরাজ। এরপরই দিল্লির ক্ষমতায় পালা করে আসে কংগ্রেস ও আপ।