আগরতলা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত কার্যক্রম আমাদের জন্য একটা অত্যন্ত গৌরবময় বিষয়। এখান থেকে বসেই আমরা সারা ভারতবর্ষ সম্পর্কে জানতে পারি। এবারের এপিসোডে এ.আই ও মহাকাশ গবেষনায় ভারতের অগ্রগতি, আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ মাহাত্ম্য,জাতীয় গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য গাঁথা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। রবিবার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অত্যন্ত জনপ্রিয় ও অনুপ্রেরণামূলক কর্মসূচী ‘মন কি বাত’ কার্যক্রমে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এবার প্রধানমন্ত্রীর মন কি বাত এর ১১৯তম সংস্করণ সম্প্রচারিত হয়েছে। উল্লেখ্য, প্রতি মাসের শেষ রবিবার সকাল ১১টায় মন কি বাত কার্যক্রমে দেশবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আধ ঘণ্টার এই কার্যক্রমে দেশের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন তিনি। তার ব্যতিক্রম হয়নি এই রবিবারেও। এদিন বাধারঘাট মন্ডলের ৯ নং বুথে দলীয় কার্যকর্তাদের নিয়ে আয়োজিত মন কি বাত কার্যক্রমে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার জন্য আমরা প্রতি মাসের শেষ রবিবার পর্যন্ত অপেক্ষা করি। পৃথিবীর এমন কোন রাষ্ট্র নেই যেখানে কোন প্রধানমন্ত্রী এভাবে দেশের মানুষের সঙ্গে যোগসূত্র রাখার চেষ্টা করেছেন। কিন্তু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই কাজটা করে যাচ্ছেন। এখানে দেশের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন তিনি। সেই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে এভাবে যোগসূত্র স্থাপন আমরা আর কোথাও দেখতে পাই নি। আজ তিনি ক্রিকেট সম্পর্কেও কথা বলেছেন। ক্রিকেটে অনেকে সেঞ্চুরি করেন। কিন্তু ইসরোর পক্ষ থেকে ১০০তম রকেট উৎক্ষেপণ সম্পর্কে আমরা অনেকে জানি না। আজ প্রধানমন্ত্রী সেই তথ্যও সারা ভারতবর্ষকে জানিয়েছেন। এজন্য তাঁকে ধন্যবাদ জানাই। এবার ত্রিপুরায় অনুষ্ঠিত এনইসির প্ল্যানারী অধিবেশনে যোগ দিতে এসেছিলেন ইসরোর চেয়ারম্যানও।
মুখ্যমন্ত্রী বলেন, আগে ত্রিপুরাকে অনেকে জানতেন না, চিনতেন না। এবার পরীক্ষা পে চর্চা কার্যক্রমে ত্রিপুরার বিলোনিয়ার একটি ছেলের সঙ্গে সবচাইতে বেশি কথা বলেছেন প্রধানমন্ত্রী। সেই ছেলেটি প্রধানমন্ত্রীর সামনে ত্রিপুরা সম্পর্কে খুবই ভালোভাবে উপস্থাপন করেছে। আর ত্রিপুরার কথা শুনলেই এক অন্যরকম আবেগ চলে আসে প্রধানমন্ত্রীর। এদিন চন্দ্রায়ন, মঙ্গলায়ন সহ বিভিন্ন স্যাটেলাইটের কথাও বলেছেন প্রধানমন্ত্রী, যা উনার সময়কালে হয়েছিল। বিজ্ঞানের প্রতি আকর্ষিত হলেই আমাদের ছেলেমেয়েদেরও বিজ্ঞানের প্রতি আকর্ষিত করতে পারবো। এছাড়া এ আই বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কেও বলেছেন প্রধানমন্ত্রী। কিছুদিন আগে প্যারিস সামিটে গিয়ে এ আই এর ভালো ও মন্দ দিক নিয়েও কথা বলেছেন। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস খুব ভালোভাবে উদযাপনের কথাও বলেছেন তিনি।
আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী আরো বলেন, এদিন প্রধানমন্ত্রী অলিম্পিক নিয়েও কথা বলেছেন। বিশেষ করে অ্যাথলিট ও ক্রীড়াবিদদের উৎসাহ বৃদ্ধি করার উপরে বিশেষ গুরুত্ব দিয়েছেন। মানুষের শারীরিক সুস্থতা নিয়েও কথা বলেছেন। সুস্থ থাকার জন্য ব্যায়ামের উপরও গুরুত্ব রেখেছেন। শরীরের জন্য ক্ষতিকারক এমন খাবার খাওয়া উচিত নয়। শরীর ঠিক থাকলে সবকিছু ঠিক থাকবে। তাই প্রধানমন্ত্রী মন কি বাত কার্যক্রমে দেশবাসীর উদ্দেশ্যে সুস্থ থাকার বার্তা দিয়েছেন। সমাজের ভালো করার জন্য প্রতি মাসের শেষ রোববারে বার্তা দিয়ে থাকেন। ছাত্রছাত্রীদের পড়াশুনার চাপ নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলছেন, বইকে জিতবে নাকি জীবনকে জিতবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধু বই নিয়ে থাকলাম, কিন্তু জীবন থেকে কিছু পেলাম না। তবে সামনের দিকে কোনদিন এগিয়ে যাওয়া সম্ভব নয়। মুখ্যমন্ত্রী বলেন, মন কি বাত কার্যক্রমে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার উপর গুরুত্ব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। আমাদের ত্রিপুরায় ৭০% এলাকায় বনভূমি রয়েছে। এজন্য আমাদের কাছে প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে। অন্যান্য জায়গার তুলনায় আমাদের পরিবেশও অনেক ভালো। আমি এখান থেকে এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। মন কি বাত কার্যক্রম আমাদের জন্য একটা অত্যন্ত গৌরবময় এপিসোড। এই কার্যক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসেন প্রধানমন্ত্রী। এখান থেকে বসে আমরা সারা ভারতবর্ষ সম্পর্কে জানতে পারলাম। আর সেটা সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য। আজকের এপিসোড থেকেও আমরা অনেক কিছু জানলাম শিখলাম। মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করার অঙ্গিকার নিয়ে এই সরকার সামনের দিকে এগিয়ে চলছে। আর সবক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে চলতে হবে।
এই কার্যক্রমে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সম্পাদক তথা মন কি বাত কার্যক্রমের ইনচার্জ রতন ঘোষ, বিধায়ক মীনা রাণী সরকার, সদর আরবান জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, কর্পোরেটর বাপি দাস সহ অন্যান্য কার্যকর্তাগণ।