উদয়পুর।।বৃহস্পতিবার দুপুরে উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে প্রসাদ প্রকল্পের কাজ খতিয়ে দেখতে আসেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মায়ের মন্দির চত্বর জুড়ে প্রসাদ প্রকল্পের চলমান উন্নয়ন কর্মযজ্ঞ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। উদয়পুরে পৌঁছেই প্রথমে ছুটে যান পালাটানো otpc আসেন পরবর্তীতে মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পরিদর্শন করেন। ভক্তিভরে পুজোর্চনা সেরে বেশ কিছুক্ষন মায়ের স্বরূপ দর্শন করলেন মুখ্যমন্ত্রী।
পুজো পর্ব সেরে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী কিশোর বর্মন সহ স্থানীয় বিধায়ক, বিভিন্ন দপ্তরে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে করে বেড়িয়ে পড়েন মন্দির চত্বরে চলতে থাকা চলমান উন্নয়ন প্রকল্পের কাজ ঘুরে দেখতে। খতিয়ে জেনে নেন কাজের অগ্রগতি। নবআঙ্গিকে গড়ে উঠতে থাকা ২২শে সেপ্টেম্বর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধনে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে, চলমান কাজের প্রায় অন্তিম লগ্নে মুখ্যমন্ত্রীর সফরে নতুন প্রকল্পের উদ্বোধনের দিন ক্ষন নিয়ে নতুন চর্চা শুরু হয়ে গেল বলে মনে করছেন সচেতন মহল।
২২শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী আসছেন ত্রিপুরায়। ১৫০১ সালে উদয়পুরে প্রতিষ্ঠিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের নব সংস্কারিত রূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।