আগরতলা: আশ্বিনের দুর্গা পূজা কিংবা চৈত্রের বাসন্তী পূজার অষ্টমীতে বিভিন্ন জায়গায় হয়ে থাকে কুমারী পূজা। প্রথা মেনে এই পূজা হয়। এবছরও এর অন্যথায় হয়নি।
শনিবার বাসন্তী পূজার মহা অষ্টমীতে আনন্দময়ী আশ্রমে হয় কুমারী মায়ের পূজা। মুনি ঋষিরা কুমারী পুজোর মাধ্যমে প্রকৃতিকে পুজো করতেন। প্রকৃতি মানে নারী। সেই প্রকৃতিরই আরেক রূপ কুমারীদের মধ্যে দেখতে পেতেন তাঁরা। তাঁরা বিশ্বাস করতেন মানুষের মধ্যেই রয়েছে ঈশ্বর। কারণ মানুষ চৈতন্য যুক্ত। আর যাঁদের সৎ মন কলুষতা মুক্ত, তাঁদের মধ্যে আবার ঈশ্বরের প্রকাশ বেশি। কুমারীদের মধ্যে এই গুণগুলি থাকে মনে করেই তাদের বেছে নেওয়া হয় এই পুজোর দেবী হিসাবে। প্রতি বছরের মতো এবছরও আনন্দময়ী আশ্রমে হয় কুমারী পূজা। কুমারী পূজাকে ঘিরে ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
সকলেই কুমারী মায়ের আশীর্বাদ নিতে রাজধানীর বিভিন্ন জায়গায় থেকে লোকজন ভিড় করেন আশ্রমে। বেশ সাড়া পড়ে। ভক্তদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।