আগরতলা।।মানব কল্যাণের মানসিকতা প্রত্যেক মানুষের মধ্যে বিরাজ থাকা দরকার। মানুষের সাহায্য ছাড়া মানুষ চলতে পারে না। ব্যক্তি জীবনে প্রত্যেকের আত্মসন্তুষ্টি এলেই শান্তি পাওয়া যায়। কথাগুলি বলেছেন মন্ত্রী সুধাংশু দাস।
রবিবার আড়ালিয়ায় প্রজাপিতা ব্রহ্ম কুমারী ইশ্বরিয় বিশ্ব বিদ্যালয়ের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি বক্তব্য রাখতে গিয়ে আধ্যাত্মিকতা নিয়ে যেমন আলোচনা করেন তেমনি রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। মন্ত্রী বলেন ভগবানকে জানতে হলে আমি কে তা আগে জানতে হবে। আর তা জানতে পারলেই পারবারিক সামাজিক ও ব্যক্তি জীবনে শান্তি পাওয়া যাবে। তিনি প্রত্যেক মানুষকে আত্মসন্তুষ্ট থাকার পরামর্শ দেন।
এদিনের এই অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমারও ছিলেন। শিবিরে প্রজাপিতা ব্রহ্ম কুমারীর ভাবানুরাগীদের বেশ উৎসাহের সঙ্গে রক্ত দান করতে দেখা গিয়েছে। এক আধ্যাত্মিক পরিমণ্ডলের মধ্যে এদিন রক্তদান শিবির হয়।