আগরতলা: প্রচুর বিলেতি মদ উদ্ধার করলো পূর্ব আগরতলা থানার পুলিস।গ্রেপ্তার করা হয়েছে যে বাড়িতে মজুত রাখা হয়েছিল বিলেতি মদ সেই বাড়ির মালিককে।
মধ্য ডুকলী সুকুমার পালের বাড়িতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিস। বাড়ি থেকে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। সুকুমার পালের বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিলেতি মদ। পূর্ব আগরতলা থানার ওসি জানান মোট ১১০ বোতল বিলেতি মদ উদ্ধার হয়েছে। একই সাথে গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক সুকুমার পালকে। উদ্ধার হওয়া বিলেতি মদের বাজার মূল্য ৭০ থেকে ৮০ হাজার টাকা হবে বলে জানান তিনি।
অবৈধ ভাবে বিভিন্ন জায়গায় এভাবে মদ মজুত করে থাকে কালোবাজারিরা বলে অভিযোগ।