আগরতলা: রাজধানীতে বাড়ছে চুরির ঘটনা। মাঝে মধ্যে পুলিস এদের বিরুদ্ধে অভিযানে নেমে সাফল্য পাচ্ছে। ফের এক চোর চক্রকে জালে তুলল পূর্ব আগরতলা থানার পুলিস। চার জনকে জালে তুলে পুলিস। তাদের আদালতে পেশ করেছে পুলিস।
উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রী ও একটি গাড়ি।১ ফেব্রুয়ারি কামার পুকুর পাড় একটি জুয়েলারি দোকানে চুরি হয়েছিল। দোকানের মালিক পূর্ব আগরতলা থানায় অভিযোগ দায়ের করেন। এছাড়াও রাখু দাস নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন ওনার একটি গাড়ি চুরি হয়েছে বলে।
এই দুটি চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ একটি চোরের দলকে শনাক্ত করে। পরবর্তী সময় বাবুল দত্ত, উত্তম সরকার, জয়নাল হোসেন ও মিঠুন মাদ্রাজি নামে চার জনকে গ্রেপ্তার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জুয়েলারি দোকান থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও রাখু দাসের গাড়িটি উদ্ধার করা হয়।
ধারণা ধৃতদের পুলিস রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালালেও আরও চুরির তথ্য পাওয়া যেতে পারে।