আগরতলা।।আসন্ন শারদোৎসব ও দীপাবলির দিনগুলিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনে ব্যাপক তৎপরতা চলছে। বিভিন্ন থানাগুলি নিজ নিজ এলাকার পূজা উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করছে।
রবিবার পশ্চিম আগরতলা থানার অন্তর্গত শারদীয়া দূর্গোৎসবের দিন গুলোতে শান্তি-শৃঙ্খলা সুনিশ্চিত করতে বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা, পূজো উদ্যোক্তাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় স্থানীয় যক্ষা নিবারণী হলে। উপস্থিত ছিলেন এস ডি পিও দেবপ্রসাদ রায়, পশ্চিমা আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি সহ অন্যান্যরা। পুলিশ আধিকারিকরা প্রশাসনিক নিয়মবিধি সম্পর্কে পূজা উদ্যোক্তাদের অবগত করেন।
উচ্চ স্বরে সাউন্ড বক্স , ডিজে , শব্দ বাজি পুরোপুরি ভাবে নিষিদ্ধ। প্রতিটি ক্লাবকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে সব ধরণের ব্যবস্থা রাখতে হবে। এদিকে পূজা উদ্যোক্তারাও পুলিশ প্রশাসনকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।