আগরতলা।।শারদোৎসব ও দীপাবলিতে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্যে পূজা উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ। পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কি কি নিয়ম বিধি মেনে চলতে হবে সেই বিষয়ে উদ্যোক্তাদের অবগত করা হয়। ছিলেন জেলার পুলিশ সুপার, জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা।

শারদোৎসব ও দীপাবলি উৎসব যেন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় তার জন্যে প্রশাসনের তরফে পূজা উদ্যোক্তাদের জন্যে কিছু নিয়ম বিধি বেঁধে দেওয়া হয়েছে। তা নিয়ে পূজা উদ্যোক্তাদের অবগত করতে প্রতি বছরেই প্রশাসনের তরফে পূজা উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করা হয়। বৃহস্পতিবার আগরতলা টাউনহল এই বৈঠক হয় পশ্চিম জেলা পুলিশের উদ্যোগে। তাতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, পুলিশ সুপার নমিত পাঠক সহ অন্যান্য আধিকারিকরা।

জেলা শাসক স্পষ্ট ভাবে বলে দেন ভারতীয় সংস্কৃতি ও দুর্গা পূজার সঙ্গে সম্পর্ক যুক্ত নয় এমন কোনো গান বাজাতে দেওয়া হবে না। সাউন্ড বক্স নিয়ে কে কত জোরে গান বাজাতে পারে তা নিয়ে প্রতিযোগিতা করা যাবে না। ডি জে পুরোপুরি ভাবে নিষিধ্য বলে জানিয়ে দেন জেলা শাসক। তিনি আরো বলেন প্রত্যেকেই দায়িত্বপূর্ণ সচেতন নাগরিক। মানুষের যেন কোনো সমস্যা না হয় সে দিকে পূজা উদ্যোক্তাদের খেয়াল রাখতে হবে। এদিকে পশ্চিম জেলার পুলিশ সুপার বলেন, প্রত্যেক পূজা উদ্যোক্তাকে অনুমোদন নিতে হবে। ফায়ার সেফটি , ইলেকট্রিক সেফটি এর ব্যবস্থা রাখতে হবে। নিরাপত্তার দিকটি দেখতে হবে। সাফল্যের সঙ্গে যেন দুর্গাপূজা ও দীপাবলি উৎসব সম্পন্ন হয় , কোনো নাগরিকের যেন কোনো সমস্যা না হয় সে বিষয়ে নজর তাখতে হবে পূজা উদ্যোক্তাদের। প্রতি বছরেই প্রশাসনের তরফে এই ধরণের বৈঠক হয়ে থাকে। তা সত্ত্বেও কিছু কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেই যায়।

তাই এই সমস্ত ঘটনা এড়াতে পূজা উদ্যোক্তাদের বিশেষ নজর রাখা প্রয়োজন বলে মনে করেন সচেতন নাগরিকরা। সবার কাম্য পূজা যেন শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *