আগরতলা: ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে অবৈধ ভাবে গাঁজা পাচার অব্যাহত। ফের ট্রেনে করে গাঁজা পাচার করতে গিয়ে পুলিসের জালে দুই।
যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ দুই জনকে গ্রেপ্তার করল পূর্ব থানার পুলিশ। সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান সোমবার গোপন সংবাদের ভিত্তিতে যোগেন্দ্রনগর রেল স্টেশনে গাঁজা বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৩৬ কেজি গাঁজা, নগদ ৩ হাজার টাকা সহ দুই জনকে আটক করা হয়। প্রাথমিক ভাবে জানা গেছে ধৃতরা গাঁজা গুলি বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ধৃতরা হল রূপেশ কুমার ও খুশবু দেবী। তাদের বাড়ি বিহারে। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা। মঙ্গলবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।
অভিযোগ এভাবে ট্রেনকে ব্যবহার করে গাঁজা পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে নেশা কারবারিরা।