আগরতলা: পাচারের জন্য মজুত করা গাঁজা উদ্ধার করলো পশ্চিম থানা ও রামনগর ফাঁড়ির পুলিস। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য আনুমানিক ৩ লাখ টাকা।গোপন সংবাদের ভিত্তিতে দুর্গা চৌমুহনী ফাঁড়ির পুলিশ ও পশ্চিম আগরতলা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে লংকামুড়া এলাকা থেকে গাঁজা সহ এক যুবককে আটক করে। ধৃত যুবকের নাম রানা শেখ। বাড়ি রাজধানীর গোয়ালাবস্তি এলাকায়।
ধৃতের কাছ থেকে ১১ টি প্যাকেটে ২ কেজি করে ২২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।বাজেয়াপ্ত করা হয়েছে বাইক- মোবাইল। জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক দেব প্রসাদ রায়। তিনি আরও জানান ধৃত যুবকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। শুক্রবার ধৃত যুবককে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।
ধারণা তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এর সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানা যাবে।