আগরতলা: পুর নিগম এলাকার পরিত্যক্ত পুকুর গুলি সংস্কার করে সৌন্দর্যায়নের কাজ করে যাচ্ছে নিগম। পর্যায়ক্রমে চলছে এই কাজ। বুধবার অভয়নগর বাজার সংলগ্ন পুকুরটি এবং পশুপালন দপ্তরের অফিস সংলগ্ন পুকুরটির সংস্কার কাজ সরজমিনে ঘুরে দেখেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
সঙ্গে ছিলেন নিগমের কর্পোরেটর প্রদীপ চন্দ, কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব সহ অন্যরা। এই দুইটি পুকুর সংস্কারে প্রায় ৪ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয় হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। আগরতলা শহরের অধিকাংশ পুকুর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে পুকুর গুলি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়। ইতিমধ্যে বেশ কিছু পুকুর সংস্কার করা হয়েছে। তিনি আরও জানান আগরতলা শহরের অধিকাংশ পুকুর পরিত্যক্ত অবস্থায় ছিল। এই পুকুর গুলি কোন কাজে আসছিল না। বরং পরিবেশ দুষিত হচ্ছিল।
বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পরিত্যক্ত পুকুর গুলি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়। যথারীতি পুকুর গুলি সংস্কারের কাজ শুরু হয়েছে। পুকুর গুলিকে সংস্কার করে জনগণের ব্যবহার যোগ্য করে তোলা হবে।