আগরতলা: হর ঘর তিরঙ্গা কর্মসূচি ঘিরে নানা অনুষ্ঠান করেছে আগরতলা পুর নিগমের ২ নং ওয়ার্ড। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মধ্য ভুবনবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এই রেলির সূচনা। তাতে স্কুলের ছাত্র ছাত্রী সহ এলাকার গণ্যমান্য ও শিল্পী সাহিত্যিকরা অংশ নেন।
বিশিষ্টদের মধ্যে ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা স্বপ্না দাস, পুর নিগমের নর্থ জোনাল এর এসিস্টেন্ট কমিশনার মানিক চাকমা, ২ নং ওয়ার্ডের কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন সহ অন্যান্নরা। ভারত মাতা সহ স্বাধীনতা সংগ্রামীদের সাজে সজ্জিত হয়ে ছাত্র ছাত্রীরা রেলিতে অংশ নেয়। তাদের প্রত্যকের হাতে ছিল জাতীয় পতাকা। রেলিটি ওয়ার্ড এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে।
উক্ত কর্মসূচি ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে এলাকার প্রত্যেক নাগরিককে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন।