আগরতলা।।আগামী ২৫ অক্টোবর আগরতলা পুর নিগমের শারদ সম্মান প্রদান করাহবে। ওই দিন সন্ধ্যায় রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রীর হাত ধরে অনুষ্ঠানের উদ্বোধন হবে। এছাড়া থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও সাংসদ রাজীব ভট্টাচার্য।
বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান মেয়র দীপক মজুমদার। শারদ সম্মান দেওয়া হবে মোট ২১ টি ক্লাবকে। পুর নিগমের ৪ টি জোনে মন্ডপ, প্রতিমা , আলোক ও থিম এই চারটি বিষয়ের উপর ৪টি করে ক্লাবকে ১৬টি পুরুস্কার দেওয়া হবে। তাছাড়া সেরার সেরা ৫টি ক্লাবকে পুরুস্কার দেওয়া হবে সেরা মন্ডপ, প্রতিমা, আলোক, থিম এবং মহিলা পরিচালিত পূজা হিসাবে। তাদের দেওয়া হবে ট্রফি ও নগদ অর্থরাশি।
ইতিমধ্যে প্রায় ৭ ফুট উচ্চতার বিরাট ট্রফি পুর নিগমের কার্যালয়ে পৌঁছে গিয়েছে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে ডেপুটি মেয়র সহ অন্যান্য মেয়র ইন কাউন্সিলরা উপস্থিত ছিলেন। মেয়র এদিন সেরা ক্লাবগুলির অর্থাৎ যে ক্লাবগুলি পুরুস্কার পেতে চলেছে তাদের নামের তালিকা ঘোষণা করেন।
