আগরতলা।।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বে কৃষকদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি এই লক্ষ্য পূরণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আজ আগরতলার এডিনগরে স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনে আয়োজিত পিএম কিষান ২০তম কিস্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন উত্তরপ্রদেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একযোগে সারা দেশের কৃষকদের জন্য ডিবিটির মাধ্যমে কিস্তি প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আজ ত্রিপুরা সহ সারা দেশে কৃষকদের সম্মান জানাতে প্রধানমন্ত্রী কর্তৃক ২০,৫০০ কোটি টাকা ডিবিটির মাধ্যমে বিতরণ করা হয়েছে। এতে ত্রিপুরার মোট ২.৮৪ লক্ষ কৃষক ৪৫,৪৩,৭৪,০০০ টাকা পেয়েছেন। আজ উত্তর প্রদেশে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিএম কিষান সম্মান নিধির ২০তম কিস্তি প্রদান করেছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক কিছু শুনেছি।

আজ তিনি দেশের সেনাদের শক্তিশালী করেছেন। আমরা অপারেশন সিঁদুর সম্পর্কে জানি। তিনি বিহার থেকে হুশিয়ারি দিয়েছিলেন যে কাউকে ছাড়া হবে না। মাত্র ২৫ মিনিটের মধ্যে বায়ুসেনা পাকিস্তানে প্রবেশ করে ড্রোন ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। ভারত কখনো অন্য দেশ আক্রমণ করে না। ২০১৪ এর আগে আমাদের সৈন্যরা আক্রান্ত হয়েছে, পার্লামেন্ট ভবন আক্রান্ত হয়েছে। আমরা জানি কিভাবে তাজ হোটেলে সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছিল। কিন্তু তখনকার সরকার এর জবাবে কিছু করে নি।

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিটি মানুষের জন্য কাজ করছেন। আজ ডিবিটি -র মাধ্যমে তিনি কৃষকদের একাউন্টে সরাসরি অর্থ দিয়েছেন। যা আগে ছিল না। আমাদের সরকার একটা স্বচ্ছ সরকার। এখন কোনও মিডলম্যান (মধ্যস্থতাকারী) নেই। এখন অর্থ কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি -র মাধ্যমে পৌঁছে যায়। তিনটি কিস্তিতে কৃষকরা ৬,০০০ টাকা করে পান। ২০১৯ সাল থেকে পিএম কিষান নিধি সম্মান শুরু হয়েছিল। ত্রিপুরায় ২.৯০ লক্ষ নথিভুক্ত কৃষক রয়েছেন। গত বছর ১৯তম কিস্তিতে প্রায় ২,৮৪,৭৮৭ জন কৃষক ৮৪৪ কোটি ৮ লক্ষ ৮৮ হাজার টাকা পেয়েছেন। আজ উত্তরপ্রদেশের বারাণসীতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী প্রায় ৯.৭ কোটি কৃষককে ২০,৫০০ কোটি টাকা স্থানান্তরিত করেছেন।

মুখ্যমন্ত্রী জানান, আজকের কিস্তিতে ধলাই জেলা ৭.৪৪ কোটি টাকা, গোমতী জেলা ৭.২৪ কোটি টাকা, খোয়াই জেলা ৪.২৩ কোটি টাকা, উত্তর জেলা ৮.৪১ কোটি টাকা, সিপাহিজলা জেলা ৫.৩৪ কোটি টাকা, দক্ষিণ জেলা ৫.৯৪ কোটি টাকা, উনকোটি জেলা ৩.১৭ কোটি টাকা এবং পশ্চিম জেলা ৩.৬২ কোটি টাকা পেয়েছে। আর এই বরাদ্দ সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের কল্যাণের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আমাদের ৫১,০০০ লাখপতি দিদি রয়েছেন। ফসল বিমা যোজনার অধীনে ১০ কোটি ৬৩ লক্ষ টাকা দেওয়া হয়েছে, কিষান ক্রেডিট কার্ডের অধীনে ২,২৫২ কোটি টাকা দেওয়া হয়েছে। আমরা সহায়ক মূল্যে ২৩ টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছি। কৃষকদের ২,২৫,৩৬৫ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে এবং কৃষকরা ৪৪৬ কোটি টাকা পেয়েছেন।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ, পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল ,কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্য পদস্থ আধিকারিকগণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *