আগরতলা।।সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার সকালে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের অফিস এবং পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের অফিসে স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন করা হয়।
প্রথমে পশ্চিম জেলাশাসকের অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন জিলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল। তারপর জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং পুলিশের তরফে গার্ড অফ অনার দেওয়া হয়। এই সময় জিলা পরিষদের সভাধিপতির পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডা বিশাল কুমার, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদাস দেববর্মা সহ অন্যান্য আধিকারিক, পশ্চিম জেলাশাসকের অফিস এবং জিলা পরিষদের অফিসের বিভিন্ন স্তরের কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা।
উপস্থিত সকলে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক ডা বিশাল কুমার বলেন, স্বাধীনতা দেশবাসীর জন্য একটি নতুন স্বপ্ন নিয়ে এসেছিল। এই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলের আরো কাজ করতে হবে ।