আগরতলা।।যে কোনও ধরনের জরুরি অবস্থায় সিভিল ডিফেন্সের সদস্যদের কী কী করণীয় তা নিয়ে আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

জেলাশাসক ডা. বিশাল কুমারের আহ্বানে আয়োজিত এই সভায় বিভিন্ন দুর্যোগ মোকাবিলা সহ যুদ্ধকালীন পরিস্থিতিতে নাগরিক সুরক্ষায় কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত সে বিষয়ে আলোচনা করা হয়। কোনও জরুরিকালীন পরিস্থিতি তৈরি হলে সাধারণ নাগরিকদের সুরক্ষিত রাখার জন্য নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছানো, তাদের জন্য খাদ্য, পানীয় ও চিকিৎসার ব্যবস্থা, নাগরিকদের সতর্ক থাকার জন্য পদক্ষেপ গ্রহণ করা সহ জরুরিকালীন পরিস্থিতিতে খাদ্য সামগ্রী মজুত রাখা, যোগাযোগ ব্যবস্থাকে সক্রিয় রাখা ইত্যাদি বিষয় নিয়েও সভায় আলোচনা করা হয়।

সভায় জেলাশাসক ডা. বিশাল কুমার বলেন, যে কোনও পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে সুরক্ষিত থাকে তা সুনিশ্চিত করতে হবে। জরুরি পরিষেবার মাধ্যমগুলিকে সব সময় সচল রাখতে হবে। জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সিভিল ডিফেন্স কর্মী ও জরুরি পরিষেবা কমিটি গঠন করার উপর গুরুত্ব আরোপ করতে হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সিভিল ডিফেন্সের পাশাপাশি ক্লাব ও সামাজিক সংগঠনগুলিকেও নাগরিক সুরক্ষায় এগিয়ে আসার জন্য সচেতন করতে হবে। এছাড়া সভায় সিদ্ধান্ত হয়, জেলায় সিভিল ডিফেন্সের সদস্য সংখ্যা আরও বাড়াতে হবে এবং তাদের যে কোনও জরুরিকালীন পরিস্থিতি মোকাবিলার বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

সভায় ডিজাস্টার ম্যানেজমেন্টের স্টেট প্রজেক্ট আধিকারিক শরৎ কুমার দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, বি.এস.এফ, সি.আর.পি.এফ,, টি.এস.আর., এন.ডি.আর.এফ, আসাম রাইফেলস, ও.এন.জি.সি., নেপকো, গেইল, রেডক্রস সোসাইটি এবং বি.এস.এন.এল.-এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *