আগরতলা।।শারদোৎসব উপলক্ষে প্রশাসনে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। পশ্চিম জেলার পূজা উদ্যোক্তাদের নিয়ে বৃহস্পতিবার এক বৈঠক করে পশ্চিম জেলা প্রশাসন।
রাজধানীর মুক্তধারা হলে পশ্চিম জেলার সমস্ত পূজা উদ্যোক্তাদের নিয়ে এই বৈঠক হয়। তাতে উপস্থিত ছিলেন জেলাশাসক ডক্টর বিশাল কুমার, জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। জেলা শাসক জানান, প্রতি বছরেই শারদোৎসবের আগে প্রশাসনের তরফে পূজা উদ্যোক্তাদের নিয়ে এই ধরণের বৈঠক হয়ে থাকে। গত কয়েকবছর ধরে শান্তিপূর্ণভাবে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
এদিনের বৈঠকে পূজা উদ্যোক্তাদের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে অবগত করা হয়। মণ্ডপের উচ্চতা নির্ধারণ করে দেওয়া হয়েছে ৪০ ফুট। এর মধ্যে স্বাভাবিক উচ্চতা রাখা হয়েছে ২০ ফুট। গেইটগুলির উচ্চতা ২০ ফুটের মধ্যে রাখতে বলা হয়েছে। রাস্তার উপর যেন মন্ডপ করা না হয়।
দর্শনার্থীদের সুবিধার জন্যে সবরকম ব্যবস্থা রাখতে হবে। পূজানুষ্ঠান শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে পূজা উদ্যোক্তারা প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।