আগরতলা: পশ্চিম জিলা পশ্চিম জিলা পরিষদের সহকারী সভাধিপতি বিশ্বজিত শীলের হাত ধরে উদ্বোধন হল রাজধানীর নন্দননগর আরবান প্রাইমারি হেলথ সেন্টারে ওপিওড সাবস্টিটিউশন থেরাপি কেন্দ্রের।
পশ্চিম ত্রিপুরা জেলায় মোট ১৮ টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ওএসটি কেন্দ্র চালু হচ্ছে। এই কেন্দ্র গুলি থেকে মূলত নেশাগ্রস্ত লোকদের চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। এটি গোটা দেশের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের কোনো আর্থিক সহায়তা ছাড়াই রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। পাঞ্জাব রাজ্যের বহির্বিভাগীয় ওপিওড অ্যাসিস্টেড ট্রিটমেন্ট মডেল অনুসরণ করে ইনজেকশনের মাধ্যমে শিরাপথে মাদকাসক্তদের পাশাপাশি অন্যান্য নেশাগ্রস্ত ব্যক্তিদের কাউন্সেলিং ও চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চেষ্টা করা হচ্ছে।
এদিন অনুষ্ঠানে পশ্চিম জিলা পরিষদের সহকারী সভাধিপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।