আগরতলা: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানানো কর্মসূচী নিয়েছে শাসক দলের যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা। বিভিন্ন মণ্ডল এলাকায় সংগঠনের কর্মীরা পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।
এরই অঙ্গ হিসাবে রবিবার ভারতীয় জনতা যুব মোর্চা রামনগর মণ্ডলের উদ্যোগে ১৭ নং বুথ এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা।
প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে সম্পর্ক স্থাপনের জন্য তাদেরকে পরীক্ষার আগে শুভেচ্ছা জানানো হয়। এতে খুশি পরীক্ষার্থীরা।