আগরতলা: চৈত্রের কাঠফাটা রোদ। ঘর থেকে বের হলেই গরম অনুভূত হচ্ছে। এই অবস্থায় পথ চলতি লোকজনকে নিস্তার দিতে জলছত্রের আয়োজন।

আগরতলা পুর নিগমের ১৫ নং ওয়ার্ডের কর্পোরেটর নিবাস দাসের উদ্যোগে বর্ডার গোল চক্কর এলাকায় শুক্রবার জল ছত্রের আয়োজন করা হয়। এইদিন পথ চলতি জনগণকে বিভিন্ন ধরনের ফলের পাশাপাশি ঠান্ডা পানীয় প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, কর্পোরেটর মনোজ কান্তি দেব রায়, রামনগর মন্ডলের সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার বলেন বিজেপির সেবাই সংগঠন।

তীব্র দাবদাহ গরম থেকে মানুষকে কিছুটা স্বস্তি দিতে বিজেপি দলের কার্যকরতারা এই জলছত্র-র আয়োজন করেছে। বিজেপি নেতৃত্বের এ ধরণের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন লোকজন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *