আগরতলা : ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) অনুমোদিত ন্যাশনাল হেলথ মিশন কর্মী সংঘের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো আগরতলার নজরুল কলাক্ষেত্রে। এই ঐতিহাসিক সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য মিশনের কর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরাই গ্রামীণ ও শহরাঞ্চলে স্বাস্থ্য পরিষেবার মূল ভরকেন্দ্র। তাঁদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।” বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন— পিয়ুষ ভৌমিক, সাধারণ সম্পাদক, ন্যাশনাল হেলথ মিশন কর্মী সংঘ,ডঃ নূপুর দেববর্মা, সরকারি মিশন অধিকর্তা, ন্যাশনাল হেলথ মিশন,দেবশ্রী কলই, রাজ্য সভানেত্রী, ভারতীয় মজদুর সংঘ।

বক্তারা ন্যাশনাল হেলথ মিশনের অধীনে কর্মরত কর্মীদের নানা সমস্যা, কর্মপরিবেশ, সম্মানী, এবং সামাজিক সুরক্ষার বিষয়গুলি তুলে ধরেন। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করে রাজ্যজুড়ে কর্মীদের অধিকার রক্ষার আহ্বান জানান।

সম্মেলনে আগামী দিনের কর্মসূচি ও সাংগঠনিক রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিপুল সংখ্যক কর্মীর উপস্থিতিতে সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *