আগরতলা : মাদক চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। বেশ কিছুদিন নজরদারি চালিয়ে অবশেষে জয়নগর এলাকা থেকে সুমন দাস নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হলো। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা।

বটতলা ও জয়পুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক পাচারের দৌরাত্ম্য বাড়ছিল। এই অভিযোগের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ বেশ কিছুদিন ধরে নজরদারি চালাচ্ছিল। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত সুমন দাস–কে ধরার জন্য গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় সম্ভাব্য ঠিকানায় ফাঁদ পেতে রাখা হয়। অবশেষে শনিবার রাত, বিশেষ অভিযান চালিয়ে জয়নগর এলাকা থেকে সুমন দাসকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৯ গ্রাম হেরোইন, ৩৫০ টি ইয়াবা ট্যাবলেট।

পশ্চিম থানার পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদক দ্রব্যের বাজারমূল্য লক্ষাধিক টাকা। রবিবার সদর এসডিপিও দেবপ্রসাদ রায় সংবাদমাধ্যমকে জানান,
“মাদক চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই গতরাতে এই অভিযান পরিচালিত হয়। রবিবার গ্রেফতার হওয়া অভিযুক্তকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে তোলা হবে।”

পুলিশ আরও জানায়, সুমন দাস কোন বড় মাদক চক্রের সঙ্গে যুক্ত কি না বা তার পেছনে আরও কেউ রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য সহযোগীদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে বটতলা ও জয়পুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, মাদকমুক্ত সমাজ গড়তে এমন কঠোর নজরদারি আরও প্রয়োজন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *