আগরতলা।।স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিভিন্ন জায়গায় নেশা বিরোধী অভিযান চালিয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। তাতে বেশ সাফল্যও আসে । মঙ্গল ও বুধবার দুই দিনে অভিযান চালিয়ে প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকার নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে ২ দিনে ৬ জনকে।
গোপন সূত্রে খবর এর ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই সাফল্য পায় পূর্ব থানার পুলিশ। কলেজটিলা ফাঁড়ি ও মাহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশও এই অভিযানে অংশ নেয়। এই নেশার কারবারের সঙ্গে আর কারা জড়িত তা জানতে ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। বুধবার পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ এই খবর জানিয়েছেন।
স্বাধীনতা দিবস ঘিরে কোথাও যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্যেই পুলিশের এই অভিযান। তবে নেশা বিরোধী অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন ওসি। স্বাধীনতা দিবস ঘিরে নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখছে পুলিশ।