আগরতলা: নেশাসমগ্রী-ড্রাগস সহ রাজধানীতে গ্রেপ্তার তিন যুবক। বটতলা ফাঁড়ির পুলিস তাদের গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বটতলা ফাঁড়ির পুলিশ নেশা সামগ্রী সহ তিন যুবককে গ্রেপ্তার করে।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কিছু যুবক বটতলা বাজারে নেশা সামগ্রী বিক্রয় করছে। এই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বটতলা বাজারে অভিযান চালায়। এই অভিযানে তিন যুবককে আটক করে। উদ্ধার হয় ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট ও একটি বাইক। পশ্চিম আগরতলা থানায় সুনির্দিষ্ট ধারায় একটি মামলা নেওয়া হয়েছে।
ধৃতরা হল গান্ধীগ্রাম এলাকার বাসিন্দা সুমন ঘোষ, হাপানিয়া এলাকার সহদেব দেবনাথ ও মডার্ন ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা অঙ্কিত দেব। পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে রবিবার ধৃতদের আদালতে সোপর্দ করে পশ্চিম আগরতলা থানার পুলিশ।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা হবে বলে জানান তিনি।ধারণা পুলিস তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালালে তথ্য পেতে পারে।