আগরতলা।।নেশা বর্তমান সময়ে এক মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকারের পাশাপাশি সমস্ত সচেতন নাগরিকদের এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। বললেন মন্ত্রী টিঙ্কু রায়। আন্তর্জাতিক অবৈধ মাদক চোরা চালান এবং অবৈধ মানব পাচার বিরোধী দিবস উদযাপন করা হলো আগরতলায়।

এই উপলক্ষে এক সচেতনতামূলক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। বর্তমান সময়ে এটি একটি মারাত্মক সমস্যা। এই সম্পর্কে সমাজকে সচেতন করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলায় এই আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই আলোচনা চক্রে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এছাড়া ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র এবং বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক মেঘা জৈন সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিনের এই কর্মসূচি সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন, নেশার বিরুদ্ধে অভিযান রাজ্যে গণ আন্দোলনের রূপ নিয়েছে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের আধিকারিক এমন কি সচেতন মহলের মানুষের মধ্যে তৎপরতা রয়েছে নেশার বিরুদ্ধে সকলকে জাগ্রত করার জন্য।

এই কাজে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান রাখেন মন্ত্রী। আগরতলা টাউন হলে আয়োজিত এই আলোচনা সভায় রাজধানীর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *