আগরতলা।।এলাকাকে নেশা মুক্ত করতে এবার সক্রিয় সূর্যমনিনগরের যুব মোর্চার কর্মীরা। ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার কর্মীরা এলাকায় শান্তি সুস্থিতি বজায় রাখতে নেশার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এই কেন্দ্রের অন্তর্গত সবগুলি থানায় ডেপুটেশন দিচ্ছেন যুব মোর্চার কর্মীরা।

বুধবার শ্রীনগর থানায় ডেপুটেশন দেন সূর্যমনি নগর মণ্ডল যুব মোর্চার সভাপতি সায়ন দাস সহ অন্যান্য কর্মীরা। নেশার কারবার ও এলাকায় নেশার ব্যবহার বন্ধ করার জন্য প্রতিনিয়ত প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানানো হয়। যারা নেশা করেন এবং নেশা সামগ্রী বিক্রি করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান যুব মোর্চার কর্মীরা।

তারা পুলিশকে এই বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা জানান। সম্প্রতি নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল। তারপরেই এই পদক্ষেপ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *