আগরতলা।।রক্তদান মহৎ দান। এই বার্তাটিকে সামনে রেখে দি স্মাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে শনিবার আই এম এ হাউসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন সংস্কৃতি বলয়ের সভাপতি সেবক ভট্টাচার্যী, বিশিষ্ট সমাজসেবক চন্দন দেবনাথ সহ অন্যান্যরা।
মেয়র দীপক মজুমদার বলেন, রক্তদান একটা সামাজিক কর্মসূচির রূপ নিয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে মানুষ এখন রক্তদান শিবির করছেন। আর রক্ত দানের চাইতে বড় কোন দেন নেই। রক্তদান করলে যেমন একজন মানুষের উপকার হয় তেমনি মানসিক তৃপ্তি পাওয়াযায় । তিনি সবাইকে নিয়ম করে রক্তদান শিবির করতে এবং রক্তদান করতে আহ্বান জানান।
মেয়র বলেন রক্তদানে দেশের মধ্যে একটি ভালো জায়গা করে নিয়েছে ত্রিপুরা। রক্তের চাহিদার সঙ্গে যোগানের ভারসাম্য রক্ষায় রক্তদানে ধারাবাহিকতা চালিয়ে যেতে হবে। এদিন তিনি দি স্মাইল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এই সামাজিক কর্মকান্ডের জন্যে ।