আগরতলা।।৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যবাসী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার মুখ্যমন্ত্রী তার সরকারি বাসভবনের জাতীয় পতাকা উত্তোলন করে দেশ ও রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং নিরাপত্তা কর্মীরা । এদিন জাতীয় পতাকা উত্তোলনের পর নিরাপত্তা কর্মীদের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা লাভের পর দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে ।এটা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণেই ।

৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যবাসী এবং দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন বেলুন এবং তিরঙ্গা দিয়ে সাজিয়ে তোলা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *