আগরতলা : মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ ঘোষণা দিয়েছেন যে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ত্রিপুরা রাজ্যের নগর পরিকল্পনা উন্নয়ন খাতে ২৪০.৫ কোটি টাকা বরাদ্দ মঞ্জুর করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানিয়েছেন, এই আর্থিক বরাদ্দ রাজ্যের ২০টি পুর এবং নগর পঞ্চায়েত এলাকায় বাস্তবায়ন করা হবে। কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রক ত্রিপুরা রাজ্যের নগর পরিকল্পনা উন্নয়ন খাতে ২৪০.৫ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছে। যা রাজ্যের ২০টি পুর সংস্থা ও নগর পঞ্চায়েত এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে। এসকল প্রকল্পগুলির মধ্যে রয়েছে – পানীয়জল সরবরাহ ও বন্যা ব্যবস্থাপনা, সৌর চালিত স্ট্রিট লাইট এবং হাই মাস্ট লাইট ব্যবস্থাপনা, সিসিটিভি স্থাপন, জলের এটিএম স্থাপন, বাজার উন্নয়ন, শহুরে অঙ্গনওয়াড়ি সেন্টার এবং নদীর তীর উন্নয়ন ইত্যাদি।

আর এই আর্থিক মঞ্জুরির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খাট্টারকে ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এর পাশাপাশি বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে ত্রিপুরাকে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *