আগরতলা।। বর্তমান ভারতবর্ষ ও পাকিস্তানের পরিস্থিতির মধ্যে কতিপয় কিছু ব্যক্তি সামাজিক মাধ্যমে পাকিস্তানের সমর্থন করে চলার অভিযোগ করছে বিভিন্ন মহল থেকে।

একইভাবে কৈলাসহরের আসাদ মিয়া নামে এক যুবক সামাজিক মাধ্যমে পাকিস্তানের সমর্থন করে নানা ধরনের বক্তব্য তুলে ধরছে বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসে । এই ধরনের ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার আগরতলা পশ্চিম থানায় সেই যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের একটি প্রতিনিধি দল। এবং এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে যুব নেতা শাহজাহান ইসলাম বলেন , দেশের ও রাষ্ট্রের সকলে একত্রিত হয়ে বর্তমানে পাকিস্তানের সন্ত্রাস মোকাবিলা করা হচ্ছে। আর ঠিক এই মুহূর্তে আমাদের রাজ্য ত্রিপুরার বা আমাদের দেশ থেকে কেউ পাকিস্তানের গুণগান গাইবে সেটা কোনদিনও ভারতবাসী হিসেবে মেনে নেওয়া যায় না।

কারণ একজন ভারতবাসী হিসেবে, যারা দেশের জন্য চোখ তুলে তাকাবে তাদের উচিত জবাব দেওয়া প্রত্যেকের মূল লক্ষ্য। তাই সেই যুবকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার দাবি নিয়ে এদিনের এই ডেপুটেশনে মিলিত হয় তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *