আগরতলা:আমতলী থানার পুলিশ চুরির অভিযান চালিয়ে সফলতা লাভ করে। হাঁপানিয়া মেলা প্রাঙ্গণ থেকে স্কটি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ তদন্তে নেমে হাঁপানিয়া মেলা প্রাঙ্গণের সামনে থেকে চুরি যাওয়া স্কুটি সহ চোর কে আটক করতে সক্ষম হয় আমতলী থানার পুলিশ।পাশা পাশি ওই চোরের বাড়ি থেকে আরো একটি স্কুটি সহ একটি বাইক উদ্ধার করে পুলিশ।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এস ডি পিও পারমিতা পান্ডে।তিনি জানান শুক্রবার সুকান্ত পাল নামে এক ব্যক্তি আমতলী থানায় অভিযোগ করেন ,গত ১১ জানুয়ারি টি আর ০১-৭৭৪৭ নম্বরের তার স্কুটি টি হাপানিয়া মেলা প্রাঙ্গণের বিপরীত দিকে রেখে তিনি একটি কাজে চলে যান।কিন্তু পরবর্তী সময়ে এসে তিনি দেখতে পান তার স্কুটিটি এই জায়গায় নেই।অনেক খোঁজা খুঁজির পর স্কুটিটি না পেয়ে আমতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায়।পরবর্তী সময়ে সিসিটিভি ফুটেজ দেখে একজন চোরকে সনাক্ত করা হয়।তার নাম কমল দে।বাড়ি অশ্বিনী মার্কেট এলাকায়।তার বাড়িতে তল্লাশি চালিয়ে সুকান্ত পালের চুরি যাওয়া স্কুটিটি পুলিশ উদ্ধার করে।
পাশাপাশি তার বাড়ি থেকে আরো একটি বাইক ও একটি স্কুটি উদ্ধার করা হয়। এস ডি পি ও পারমিতা পান্ডে জানান,ধৃত কমল দে’র নামে আগেও থানায় চুরির অভিযোগ রয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। পাশাপাশি কমল দে বাড়ি থেকে উদ্ধার হওয়া বাইক এবং স্কুটি কোথা থেকে এনেছে এবং কার ? এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।তিনি জানান উপযুক্ত মালিকের সন্ধান পাওয়া গেলে তাদের হাতে স্কুটি ও বাইক টিকে তুলে দেওয়া হবে।
পুলিশ ধৃত চোর কমল দে ‘ কে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। বাইক এবং স্কুটি চুরির সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে। গোটা চোর চক্রের বিরুদ্ধে পুলিশ অভিযান জারি রেখেছে।
