আগরতলা: মোহনপুর মহকুমার পৃথক দুই জায়গা থেকে দুই ভারতীয় মানব পাচারকারীকে গ্রেপ্তার করলো জি আর পি।

আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান শুক্রবার গভীর রাতে জি আর পি, সিধাই থানার পুলিশ, লেফুঙ্গা থানার পুলিশ ও বামুটিয়া ফাঁড়ির পুলিশের সহযোগিতা নিয়ে দুই জন ভারতীয় দালালকে গ্রেপ্তার করা হয়েছে। আগরতলা জিআরপি থানায় তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

মূলত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের ক্ষেত্রে তারা সাহায্য করত। ধৃতরা হল সিধাই থানার অন্তর্গত তালতলা ছিচুরিয়া এলাকার বাসিন্দা রাজধন সরকার ও লেফুঙ্গা থানার অন্তর্গত আকাশ রায়। শনিবার ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ।

তিনি আরও জানান জানুয়ারি মাসে আগরতলা রেল স্টেশন থেকে মোট ৯ জন বাংলাদেশী নাগরিক এবং ১৩ দালালকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ভারতীয় দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *