আগরতলা।।যে খানে কর্মস্থল অর্থাৎ যে জায়গা থেকে রুজিরুটি সেই জায়গাতেই চুরি। সম্প্রতি রাজধানী লাগোয়া কাশিপুরে যানবাহনের যন্ত্রাংশ বিক্রির একটি দোকানে চুরি কান্ড ঘটে।
পূর্ব আগরতলা থানার পুলিশ তদন্তে নেমে ওই দোকানেরই দুই কর্মীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত যন্ত্রাং পাওয়া যায়। উদ্ধারকৃত সামগ্রীগুলির বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা। ধৃতরা হলো নিত্যানন্দ শীল ও দীপ্তনু পাল। পুলিশ ধৃতদের জিগ্গাসাবাদ করে এই মামলার সঙ্গে আর কেও জড়িত রয়েছে কিনা তাদের নাম জানতে চাইছে। রবিবার সাংবাদিকদের পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ এই কথা জানান। সম্প্রতি বেশ কয়েকটি চুরির ঘটনায় পূর্ব আগরতলা থানা ১০ – ১২ জন চোরকে আটক করেছে। তাদের জেল কাস্টডিতে পাঠানো হয়।
উল্লেখ্য চুরির ঘটনায় কিছু কিছু ক্ষেত্রে চোর যেমন ধরা পড়ছে তেমনি চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার হচ্ছে। কিন্তু চুরির ঘটনায় কোনো ভাবেই লাগাম টানা যাচ্ছে না। এর ফলে স্বাভাবিক ভাবেই আতঙ্কে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে।