আগরতলা: রাতে নয় দিনের বেলাতেও চোরের থাবা।প্রকাশ্য দিনের আলোতে চোরের হানা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আড়ালিয়া শান্তিপাড়া এলাকায়। চোরেরা নিয়ে যায় নগদ অর্থ, স্বর্ণালঙ্কার সহ শাড়ি।
মামলা নিয়ে কলেজটিলা ফাঁড়ির পুলিস লোক দেখানো তদন্তে নেমেছে। সুশাসনের রাজ্যে চুরির ঘটনা আকছার ঘটছে। রাজধানী শুধু নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় দিনে রাতে চোরের দল হানা দিচ্ছে মানুষের বাড়ি ঘর দেব দেবীর মন্দির এমনকি দোকানে।
নিয়ে যায় মূল্যবান জিনিস। রবিবার সরস্বতী পূজার দুপুরে চোরের হানা রাজধানীর আড়ালিয়া শান্তিপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা দিলিপ দেবনাথ। উনার বড় ছেলে ছাড়া সকলেই কাজে চলে যান। দুপুরে বড় ছেলে কোন কাজে বাড়ির পাশে দোকানে যায়।
কিছু সময় পরে সে বাড়ি এসে থ বনে যান। দেখেন ঘরের দরজা- জানালা খোলা। ঘরে গিয়ে দেখেন জিনিস পত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে ছুটে আসেন বাড়ির মালিক দিলিপ দেবনাথ সহ স্থানীয় লোকজন।
বাড়ির মালিক জানান চোরের নগদ অর্থ, স্বর্ণের জিনিস সহ দামি শাড়ি নিয়ে গেছে বলে প্রাথমিক ভাবে দেখেছেন। তাঁর সন্দেহ এই চুরির ঘটনার সঙ্গে নেশাখোর যুবরা জড়িত থাকতে পারে।