আগরতলা।।ধনদেবীর আরাধনার প্রস্তুতি চলছে ঘরে ঘরে। জমে উঠেছে বাজার। প্রতিমা থেকে পূজার আনুষঙ্গিক সমস্ত জিনিস পত্রই রয়েছে বাজারে।
দাম কিছুটা বেশি হলেও চাহিদা কিংবা জোগানে কোনোরকম খামতি নেই। সোমবার অশ্বিনের পূর্ণিমা তিথিতে পূজিতা হবেন ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষী। শনিবার থেকেই রাজধানীর বিভিন্ন বাজার বেশ জমে উঠেছে। রবিবার বাজারগুলিতে দেখা যায় আরো বেশি ভিড়।
মহারাজগঞ্জ বাজার সহ রাজধানীর অন্যান্য বাজারগুলিতে সকাল থেকে একই দৃশ্য পরিলক্ষিত হয়। বাজারে রয়েছে ছোট বড় বিভিন্ন আকারের লক্ষী প্রতিমা। চলছে বেচা কেনা। গৃহস্থরা ধনদেবীকে তুষ্ট করতে যে যার সাধ্য মতো প্রতিমা সহ পূজার অন্যান্য উপকরণ কিনে নিচ্ছেন। কাঁচামালের দাম বাড়ায় মূর্তির দাম কিছুটা বেড়েছে। তবে বাজারে যথেষ্ট যোগান রয়েছে। মৃৎ শিল্পী কিংবা প্রতিমা বিক্রেতাদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।
লক্ষী পূজার বাজারে ফলের চাহিদা তুঙ্গে। আপেল, নাসপাতি, বেদনা, মোসাম্বির, আখ, আমসত্ব , আঙ্গুর বাজারে রয়েছেসবই। তবে দাম অন্যান্য সময়ের চাইতে কিছুটা বেশি। পুজোর বাজার বলে কথা। যদিও গৃহস্থরা দেবী লক্ষীকে তুষ্ট করতে কোনো রকম কার্পণ্য করছেন না। যে যার পকেটের ওজন বুঝে কিনে নিচ্ছেন। লক্ষী পূজায় আল্পনার বিশেষ গুরুত্ব রয়েছে। তাই বাজারে এখন চলে এসেছে। রেডিমেড আল্পনা।
দেবীর চারণের ছাপ আরো কত কি ! ধনদেবীর পূজায় চাই ধানের শীষ , পদ্ম। সব কিছুই পসরা সাজিয়ে বসেছেন বেবসাহীরা। রয়েছে ফুল, বেলপাতা, সিঁদুর, আলতা , ঘটে, গামছা, কাপড়, কাঁচা হলুদ , ঘৃত, মধু আরো কত কি , পূজার নানা উপকরণ। সব কিছুরই চাহিদা রয়েছে। বেচা কেনাও হচ্ছে বেশ ভালোই।