আগরতলা : গোপন সূত্রের ভিত্তিতে আগরতলা রামনগর আউট পোস্ট এবং পশ্চিম থানার পুলিশের সফল অভিযানে ধরা পড়ল ১০,০০০ ইয়াবা ট্যাবলেট ও বাইক সহ দুই নেশা কারবারি। বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টানা অভিযানের মাধ্যমে প্রগতি রোড সংলগ্ন গাঙ্গাইল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

নেশাজাত দ্রব্য পাচার ও বিস্তারের বিরুদ্ধে পুলিশের এ অভিযানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার পশ্চিম আগরতলা থানায় এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান সদর এসডি পিও দেবপ্রসাদ রায়। গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল কিছুদিন ধরেই রামনগর এলাকার কোথাও না কোথাও মাদক ব্যবসার গতিবিধি বৃদ্ধির খবর পুলিশের কাছে পৌঁছায়।সেই অনুযায়ী পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে বিশেষ টিম গঠন করে অভিযান চালানো হয়।

অভিযানের সময় প্রগতি রোডের গাঙ্গাইল এলাকা থেকে একটি বাইক সহ ২ যুবককে আটক করা হয়।পরবর্তী সময়ে এই দুই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয়।যার কালোবাজারি মূল্য ১০ থেকে ১২ লক্ষ টাকা হবে বলে জানালেন এসডিপিও দেবপ্রসাদ রায়।ধৃতরা হলো সুদীপ দত্ত বাড়ি উত্তর বামুটিয়া এবং সুমন সরকার যার বাড়ি কালিকাপুর।তাদের বাইকের নাম্বারটি হল টি আর ০১ বি ৬৭৩২।

ধৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানায় তারা বামুটিয়া কালি বাজার সংলগ্ন এলাকা থেকে এই ইয়াবা ট্যাবলেট গুলি কালেকশন করেছে।এগুলি তারা শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য নিয়ে এসেছে।বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এস ডি পি ও দেবপ্রসাদ রায় পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরেন।তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পুরো চক্রটি সম্পর্কে আরও তথ্য জানতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি এই নেশা কারবারির সঙ্গে যুক্ত মূল পাচার চক্র ও সরবরাহকারীকে খুঁজে বের করার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

আরও জানান, পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়।মাদক বিরোধী অভিযান আগামী দিনে আরও জোরদার করা হবে। শহরের বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে যাতে যুব সমাজকে নেশার কালো ছোবল থেকে রক্ষা করা যায়। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

তারা জানান, সম্প্রতি এলাকায় বেড়ে ওঠা নেশাজাত পণ্যের অবাধ কেনাবেচা নিয়ে উদ্বিগ্ন ছিল এলাকা বাসী।পুলিশের এই তৎপরতায় কিছুটা স্বস্তি ফিরেছে বলেও মত প্রকাশ করেছেন তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *