আগরতলা।।এবার থেকে দেশের যেকোনও প্রান্তে বসে ভক্তরা মাতৃপীঠে অনলাইনে পূজা অর্চনার সুযোগ পাবেন।ত্রিপুরার অন্যতম ৫১ শক্তিপীঠের একটি – ত্রিপুরেশ্বরী মন্দির।
আজ থেকে চালু হলো অনলাইন পূজা পরিষেবা।এই পরিষেবার শুভ সূচনা করেন মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। তিনি বলেন, “দেশ-বিদেশে থাকা ভক্তদের জন্য এ এক যুগান্তকারী উদ্যোগ।
দেশের প্রায় সব বড় মন্দিরেই অনলাইন পূজার সুবিধা রয়েছে, এবার থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরেও সেই ব্যবস্থা চালু হলো।”এদিকে মাতারবাড়িতে আসা দর্শনার্থীরাও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।