আগরতলা।।ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ নিগমের নবগঠিত বোর্ড কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় বুধবার।
নিগমের সভাগৃহে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, নিগমের চেয়ারম্যান তথা বিধায়ক পিনাকী দাস চৌধুরী, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সহ নব গঠিত বোর্ডের সদস্যরা ।
মন্ত্রী সুধাংশু দাস জানান, বৈঠকে মূলত আলোচনা হয় তপশিলি জাতি কল্যাণ নিগমের গত তিন চার বছরের কি সাফল্য রয়েছে এবং আগামী দিনে তপশিলি জাতি অংশের মানুষের কতটুকু সুবিধা পাইয়ে দেওয়া যায়, কি ভাবে তপশিলি জাতি কল্যানে বিভিন্ন প্রকল্পগুলি আরো সহজ ভাবে বাস্তবায়ন করা যায় ।।
আগামী দিনের লক্ষ্য এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ নিগম তপশিলি জাতি ভুক্তদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্যে বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন করে চলেছে।
