আগরতলা।।সচেতনতা দিবসকে সামনে রেখে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ২৭ অক্টোবর থেকে দুসরা নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়।
তারই অঙ্গ হিসাবে বুধবার আগরতলার অভয়নগরের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার সহ অন্যানরা। পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আধিকারিকরা জানিয়েছেন , ত্রিপুরা রাজ্যের জনগণদের জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কাজ করে চলছে।
তাই সাধারণ জনগণের কথা চিন্তা করে গোটা বছর ধরে এই ব্যাংক বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে চলে। তার মধ্যে অন্যতম একটি কর্মসূচি হচ্ছে সচেতন দিবস। আর এই দিবসকে কেন্দ্র করে গোটা রাজ্যের গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখার সংগঠনে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।। মূল লক্ষ্য হচ্ছে রক্তের চাহিদা ও যোগানের ভারসাম্য বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।
