আগরতলা: ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট, বিশ্রামগঞ্জ এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেপাহিজলা যৌথ উদ্যোগে ১০ দিনের মৌমাছি প্রতিফলন এর উপর প্রশিক্ষণ আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচি তে সিপাহিজলা জেলার ২২ জন সেলফ হেল্প গ্রুপ এর মহিলা অংশ গ্রহণ করেন। এই মহিলারা যারা মূলত সরষে চাষী এই প্রশিক্ষণের মাধ্যমে শিখতে পারে যে কিভাবে সর্ষা চাষের সঙ্গে মধু উৎপাদন করে কিভাবে নিজের আয় বৃদ্ধি করা যায় ।
দশ দিন ব্যাপি এই প্রশিক্ষণের শেষে এমও আরডি দ্বারা পরিচালিত অ্যাসেসমেন্ট এক্সাম পাস করে ওই সমস্ত মহিলারা মৌমাছি প্রতিপালন এর উপর NCVET সার্টিফিকেশন অর্জন করেন যা তাদের কৌশল গত যোগ্যতার সূচক।
উক্ত প্রশিক্ষণ টি ডিরেক্টর হিমাদ্রী শেখর দাস এর নেতৃত্বে, ইনস্টিটিউট এর ফ্যাকাল্টি শিবানান কর্মকার এর দ্বারা পরিচালিত হয়।