আগরতলা: ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক রাজ্য সম্মেলন হবে রবিবার। আগরতলা প্রেস ক্লাবে হবে রাজ্য সম্মেলন।এবছর প্রত্যেক সদস্যকে সদস্যপদ নবীকরণ করতে হবে এবং নবাগতদের নতুন সদস্যপদ দেওয়া হবে।

ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার প্রথম দিনে আর্ট কম্পিটিশন ও ফটো এক্সিবিশন হয় আগরতলা প্রেস ক্লাবে। যার সূচনা করলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়।

এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালি এসোসিয়েশনের সভাপতি বিজয় পাল, সহ আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যরা। শিশুদের বেশ সাড়া পড়ে বসে আঁকো প্রতিযোগিতা ঘিরে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *